ফোন দিয়ে ভিডিও করার জন্য পুরানো iPhone কোনটা নেওয়া যায়?

 আপনারা যারা ইউজড আইফোন ব্যবহার করে ভালো কোয়ালিটির ভিডিও করতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো iPhone 14 Pro বা Pro Max অথবা iPhone 13 Pro বা Pro Max.



ফোন দিয়ে ভিডিও করার জন্য পুরানো iPhone কোনটা নেওয়া যায়?

যেসব ফিচার ভালো লাগবে:

  1. - ডে লাইটে ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো 
  2. - ⁠আউটডোরে, ডে টাইমে অসাধারণ স্টেবিলাইজেশন 
  3. -4k 60fps এ ভিডিও করার অপশন
  4. - ⁠ProRes এ ভিডিও করার অপশন 
  5. - ⁠আইফোন ১২ সিরিজ থেকে ফটো ও ভিডিওতে significant আপগ্রেড 
  6. - ⁠মেইন ক্যামেরাতে রাতেও ইউজেবল কোয়ালিটির ভিডিও আউটপুট 
  7. - ⁠৪৮ মেগাপিক্সেল ProRaw তে ছবি তোলার অপশন (14 pro/pro max)
  8. - ⁠4K তে সিনেম্যাটিক মোড (14 pro/ pro max) 

যেসব ফিচার খুব একটা ভালো লাগবে না: 

- আলট্রা ওয়াইড ও টেলিফটো ক্যামেরাতে লো লাইটে প্রচুর নয়েজ আসে 

-h.264 ফরম্যাট এ 4k 60fps নেই 

- ⁠তিনটি ক্যামেরাই ১২ মেগাপিক্সেল হওয়াতে, কোয়ালিটি ধরে রেখে ছবি খুব একটা ক্রপ করা যায় না। (13 pro/pro max)

- ⁠লো লাইটে স্টেবিলাইজেশন মোটামুটি 

- ⁠ম্যাক্রো মোড এ আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ হয় তাই ক্লোজআপ ভিডিও/ছবি খুব একটা ভালো আসে না 

- ⁠Pre-owned কিনলে হেভি ইউজ এর ক্ষেত্রে সাথে পাওয়ার ব্যাংক রাখতে হয় (ব্যাটারি হেলথ ৮০% এর নিচে হলে) 

আমার নিজের অভিজ্ঞতা:

আমি iPhone 13 Pro এবং 14 Pro দুটোই ১ বছর করে ব্যবহার করেছি এবং ভিডিও করে খুবই মজা পেয়েছি। আমার বেশ অনেক গুলো ট্রাভেল ভ্লগ ফুল এই মডেল গুলোতে করা। আমার পক্ষ থেকে দুটো মডেলই রেকমেন্ডেড।

অবশ্যই যেগুলো চেক করবেন

যেহেতু এই মডেল গুলো নতুন পাবেন না, তাই ইউজড কেনার সময় অবশ্যই ব্যাটারী লাইফ ৮৫% বা তার উপরে নেবার চেষ্টা করবেন। ৯০%+ হলে সবচে ভালো হয়।

মডেল:

 iPhone 13 Pro, Pro Max, 14 Pro, Pro Max 

দাম:

 নতুন খুব-সম্ভব পাবেন না। ইউজড হলে কন্ডিশন এর উপরে ডিপেন্ড করে ৫৫ হাজার থেকে শুরু করে ৮৫ হাজার এর মধ্যে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Megameta2zনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪