পুরনো ফোন কিনার আগে আমাদের যা করণীয়
পুরনো ফোন অথবা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে আপনাদের যেগুলো দেখা
দরকার অর্থাৎ কোন কোন বিষয়গুলো দেখে আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন
সেইগুলো আজকের আর্টিকেলে আলোচনা করব।
কেন আমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবো
আমরা কিন্তু অনেকেই অল্পদিনের সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে কম দামে অনেক কিছু পাবো সেজন্য অথবা যাদের নতুন মোবাইল কেনার সামর্থ্য থাকে না তারা কিন্তু বাধ্য হয়ে পুরনো মোবাইল কিনে থাকে । পুরনো মোবাইল যদি আপনি ঠিকঠাক না দেখে কিনেন তাহলে কিন্তু আপনাকে পরবর্তীকালে পস্তাতে হবে। সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে যেগুলো অবশ্যই আপনার জানা
ফোনটিতে কোন ড্যামেজ আছে কিনা দেখে নিন ঃ
পুরনো ফোন কেনার আগে আপনারা অবশ্যই দেখে নেবেন ফোনটিতে কোনরকম ড্যামেজ আছে কিনা, ফোনের pda, display ঠিকঠাক আছে কিনা সবকিছু চেক করে নিবেন।
ক্যামেরা check করে নিনঃ
আপনি যে ফোনটা কিনছেন সেই ফোনের ব্যাক ক্যামেরা , ফ্রন্ট ক্যামেরা সব ঠিকঠাক ভাবে দেখে নিবেন। ভালো করে চেক করে নিবেন ক্যামেরা থেকে কোনরকম স্ক্রাচ আছে কিনা। যদি ক্যামেরা তে কোন রকম দাগ থেকে থাকে তাহলে কিন্তু ফটো ভালো উঠবে না , আবছা ফটো উঠবে সুতরাং এটি অবশ্যই ভালোভাবে দেখে নিবেন।
Megameta2zনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url